শিরোনাম
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ম্যানচেস্টার সিটির মেয়াদ শেষে অন্য কোন ক্লাবে না যাবার কথা জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। যদিও তার সামনে জাতীয় দলের কোচিং করানোর বেশ কিছু প্রস্তাব রয়েছে।
নভেম্বরে সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। গতকাল ম্যানচেস্টারে দেয়া এক সাক্ষাতকারে গার্দিওলা বলেছেন, ‘আমি মনে করি যথেষ্ঠ হয়েছে।
এখানেই আমার থামা উচিত। আমি আর কোন ক্লাবের দায়িত্ব নিচ্ছিনা। দীর্ঘমেয়াদী কোন ভবিষ্যতের বিষয়ে এই মুহূর্তে কথা বলতে চাইনা। কিন্তু ম্যান সিটি ছাড়ার পর অন্য কোন দেশে কিংবা ক্লাবে আর এই দায়িত্ব পালন করতে চাইনা।
আমার সেই এনার্জিও নেই। আবারো সেই ট্রেনিং, সেই একই কাজ, এসব নতুন করে আর শুরু করতে চাচ্ছিনা। হতে পারে জাতীয় দলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে।
আমি এখানেই থামতে চাই এবং গল্ফ খেলতে চাই, কিন্তু পারছি না।’
এর আগে ক্যারিয়ারের শেষের দিকে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর আগ্রহের কথা প্রকাশ করেছিলেন গার্দিওলা। এ সম্পর্কে তিনি বলেন, ‘এই বিষয়টা ভিন্ন। এখানে প্রতিদিন ট্রেনিং করাতে হয়না, প্রতিদিন খেলাও থাকেনা। বিশ্রামের যথেষ্ঠ সুযোগ আছে। পরিকল্পনাগুলো নিয়ে অনেক চিন্তা-ভাবনা করা যায়।’