শিরোনাম
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ১৩ রানে থামলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামেন তামিম। রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচটি ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস শুরু করেন তামিম। ১টি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে ফিরেন তামিম।
সর্বশেষ এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন তামিম। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঐ ম্যাচে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি।
চট্টগ্রামের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি অন্য কোন ব্যাটারই। ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মোমিনুল হক। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন।
জবাবে ১৬.৫ ওভারে টার্গেট স্পর্শ করে ফেলে রংপুর। ওপেনার তানবীর আহমেদ ৩৭ বলে ৪১ ও অধিনায়ক আকবর আলি ২৫ রান করেন। হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট।