শিরোনাম
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : নতুন মুখ হিসেবে কেসি কার্টিতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদসের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস।
দল ঘোষণার পর এক বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে, ‘২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাথায় রেখে এই দল নির্বাচন করা হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হলেও, ওয়ানডে সিরিজে ভাল পারফরমেন্স করায় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কার্টি। দুই টেস্টের চার ইনিংসে ৫৭ রান করেছিলেন তিনি। ওয়ানডেতে তিন ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬১ রান করেন কার্টি। শেষ ম্যাচে চাপের মুখে ৯৫ রানের দারুন ইনিংসে দলের জয়ে অবদান রাখেন কার্টি।
এ বছর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১১ ম্যাচে ৩০ গড়ে ২৪৬ রান করেন কার্টি। টি-টোয়েন্টি দলে কার্টিকে নেওয়ার ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি বলেন, ‘এই ফরম্যাটে সে যে ভালো করতে পারে, সেটি আমাদের দেখিয়েছে। সিরিজটি বাংলাদেশের বিপক্ষে। তারা এমন এক দল যাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এজন্য আমাদের সবাইকেই দরকার।’
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে অংশ নেওয়ার জন্য শাই হোপ ও শেরফেইন রাদারফোর্ডকে টি-টোয়েন্টি সিরিজে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে বিগ ব্যাশ খেলতে দল ছাড়বেন স্পিনার আকিল হোসেন। তার জায়গায় খেলবেন জেইডেন সিলেস।
দলে জায়গা ধরে রেখেছেন সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া পেসার টেরেন্স হাইন্ডস এবং গত অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে সিরিজে প্রথম টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
বাংলাদেশ সিরিজে যথারীতি দলকে নেতৃত্ব দিবেন রোভম্যান পাওয়েল। তার ডেপুটি হিসেবে থাকবেন ব্রান্ডন কিং।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেইডেন সিলেস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।