বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১

যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।

৩ ইনিংসে ২৫ দশমিক ৫ ওভার বল করে ১৭১ রানে ৪ উইকেট শিকার করেছেন রিশাদ। গড়- ৪২ দশমিক ৭৫ এবং ইকোনমি রেট ৬ দশমিক ৬১। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪৯ ও ৫৩ রানে ১টি করে উইকেট নিলেও, শেষ ম্যাচে ৬৯ রানে ২ উইকেট নেন রিশাদ।

সিরিজে রিশাদের মত ৪টি করে উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড।

২ ম্যাচে ৮৫ রানে সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলেস। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের  শীর্ষ পাঁচ বোলার :

খেলোয়াড়    ম্যাচ    ইনিংস    রান    উইকেট
জেইডেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)    ২    ২    ৮৫    ৫
আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)    ২    ২    ১১০    ৪
রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ)    ৩    ৩    ১৬৬    ৪
রিশাদ হোসেন (বাংলাদেশ)    ৩    ৩    ১৭১    ৪
গুদাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ)    ৩    ৩    ১৪২    ৩