শিরোনাম
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল পাঁচ ম্যাচের তৃতীয় টেস্ট খেলতে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় ক্রিকেট দল। । কোন দলই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। তৃতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই হবে মানছে দু’দলই। সেই লড়াইয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
ব্রিজবেনে বাংলাদেশ সময় ভোর ৬টা ২০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে ভারত। প্রথম ইনিংসে ব্যাটাররা ব্যর্থ হলেও ভারতকে লড়াইয়ে রাখেন বোলাররা। ভারতের ১৫০ রানে জবাবে ১০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠে ভারতীয় ব্যাটাররা। ওপেনা যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রানের পাহাড় গড়ে ভারত। জয়সওয়াল ১৬১ ও কোহলি অপরাজিত ১০০ রান করেন। ৫৩৪ রানের টার্গেটে ভারতের বোলারদের তোপে ২৩৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ঘুড়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় ১০ উইকেটে জয় পায় অসিরা। দুই ইনিংসে যথাক্রমে ১৮০ ও ১৭৫ রান করে ভারত। প্রথম ইনিংসে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৩৩৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রন নেয় অস্ট্রেলিয়া। ১৪০ রানের নান্দনিক ইনিংস খেলেন হেড। ম্যাচে মাত্র ১৯ রানের টার্গেট ২০ বল খেলে স্পর্শ করে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া।
তৃতীয় টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার একাদশে ফিরছেন পেসার জশ হ্যাজেলউড। পার্থ টেস্টে কোমরে ইনজুরিতে পড়ায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে খেলেননি তিনি। তার জায়গায় একাদশে খেলেছিলেন স্কট বোল্যান্ড। ঐ ম্যাচে বল হাতে ৫ উইকেট নিলেও হ্যাজেলউড ফেরায় একাদশের বাইরে চলে যেতে হচ্ছে বোল্যান্ড। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘টেস্ট খেলার জন্য এখন ফিট আছে হ্যাজেলউড। নেটেও ভালো ছন্দে ছিলো সে। আশা করছি, তৃতীয় টেস্টে সেরা পারফরমেন্স করবে হ্যাজেলউড। পাশাপাশি বোল্যান্ডের পক্ষে এমন পরিস্থিতি মেনে নেওয়া কঠিন। সে দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। হয়তো আবারও সুযোগ আসবে তার সামনে।’
জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজে লিড নেয়ার লক্ষ্যের কথা জানালেন কামিন্স। তিনি বলেন, ‘পিছিয়ে পড়েও আমরা দারুণভাবে সিরিজে ফিরেছি। আশা করছি ফিরে পাওয়া ছন্দটা অব্যাহত থাকবে এবং তৃতীয় টেস্টেও জয় নিয়ে মাঠ ছাড়বো আমরাই। তবে ভারতকে নিয়ে সতর্ক থাকতে হবে। বিশ্বের অন্যতম শক্তিশালী দল তারা। জয়ের ধারায় ফিরতে নিজেদের সেরাটা উজার করে দিবে তারা।’
দ্বিতীয় টেস্টের দুঃস্মৃতি ভুলে সিরিজে লিড নিতে চায় ভারত। তৃতীয় টেস্টে জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘দ্বিতীয় টেস্টে আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। ঐ স্মৃতি মনে রাখতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই। এই টেস্ট জিততে না পারলে সিরিজে চাপে পড়ে যাবো আমরা। এজন্য জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ছেলেরা।’
টেস্ট জিততে ব্যাটারদের কাছ থেকে বড়-বড় ইনিংস চান রোহিত। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে ব্যাটারদের বড় ইনিংস খেলা অনেক বেশি জরুরি। যাতে বোলাররা লড়াই করার মত সুযোগ পায়। কিন্তু ব্যাটাররা ব্যর্থ হলে বোলাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাই ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।’
ব্রিজবেনে এ পর্যন্ত ৭ টেস্ট খেলে মাত্র ১টিতে জিতেছে ভারত। ৫টি হার ও ১টিতে ড্র করেছে তারা। একমাত্র জয়টি এসেছে ২০২১ সালের সফরে। ৩ উইকেটে ম্যাচ জিতেছিলো তারা। জয় পাওয়া ঐ টেস্টে ছিলেন বর্তমান দলের রোহিত, শুভমান গিল, ঋসভ পান্ত, মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
এখন পর্যন্ত ১০৯ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ৩৩ টেস্টে ও অস্ট্রেলিয়া ৪৫ ম্যাচ জিতেছে। ১টি টাই ও ২৯টি ম্যাচ ড্র হয়।
সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১৪ ম্যাচে ৬০ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ১৬ ম্যাচে ৫৭ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ভারত। ১০ ম্যাচে ৬৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, নাথান ম্যাকসুয়েনি, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, অভিমান্য ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ, ঋসভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, প্রষিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।