বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০০

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৪ (বাসস) : দলের শীর্ষ খেলোয়াড়দের ফিরিয়ে এনে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে শেষ দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলতে নামবে প্রোটিয়ারা।

গত অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে ৯টি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন কাগিসো রাবাদা, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। এক বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তারা।

দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী পেসার কুয়েনা মাফাকা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৯ দশমিক ৭১ গড়ে ২১ উইকেট শিকার করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে ইতোমধ্যে চারটি টি-টোয়েন্টি খেলেছেন মাফাকা।

তবে পেস আক্রমনের অনেককেই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারনে পাকিস্তান সিরিজে দলে নেই এনরিচ নর্টি, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েৎজি, ওয়াইন মুল্ডার ও নান্দ্রে বার্গার।

আগামী ১৭ ডিসেম্বর থেকে পার্লে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর যথাক্রমে ১৯ ও ২২ ডিসেম্বর পরের দুই ম্যাচ হবে কেপ টাউন ও জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, আইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।