বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

তামিমের দুর্দান্ত ইনিংস ম্লান করে বরিশালের নাটকীয় জয়

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাঁ-হাতি ব্যাটার তামিম ইকবালের দুর্দান্ত ইনিংসের পরও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে হার এড়াতে পারলো না চট্টগ্রাম বিভাগ। আজ বরিশাল বিভাগের কাছে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম। ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন চট্টগ্রামের তামিম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ বলে ৩৮ রানের সূচনা পায় চট্টগ্রাম। ৫টি চারে ১৬ বলে ২২ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়।

তিন নম্বরে নেমে ৩ রানে আউট হন শাহাদাত হোসেন দিপু। তৃতীয় উইকেটে উইকেটরক্ষক সাব্বির হোসেন শিকদারকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন তামিম। সাব্বির ২১ রানে থামলেও, হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। চলতি আসরে দ্বিতীয় ও ক্যারিয়ারের ৫১তম অর্ধশতক  পূর্ন করতে ৩৭ বল খেলেন তামিম।

হাফ-সেঞ্চুরির পর ব্যাট হাতে ঝড়  তোলেন তামিম। পরের ১৭ বলে ৪১ রান নিয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান তিনি। কিন্তু ১৭তম ওভারে মেহেদি হাসানের তৃতীয় বলে বোল্ড হওয়ার আগে  ৭টি চার ও ৬টি ছক্কায় ৫৪ বলে ৯১ রান করেন তামিম।
দলীয় ১৪৮ রানে তামিম ফেরার পর অধিনায়ক ইয়াসির আলির ১২ ও মোমিনুল হকের ১৩ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে চট্টগ্রাম। বরিশালের মেহেদি ৩টি উইকেট নেন।

জবাবে ওপেনার ইফতিখার ইফতি ও সালমান হোসেন ইমনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ইনিংসের শেষ বলে জয় পায় বরিশাল।

শেষ ওভারে ২৫ রানের দরকারে ৩টি ছক্কা ও ২টি চারে বরিশালকে স্মরনীয় জয় এনে দেন সালমান।

৮টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫৮ রান করেন ইফতি। ২টি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫৩ রান করেন সালমান। এছাড়াও মইনের ব্যাটে ছিলো ১৬ বলে ২৬ রান।

চার ম্যাচে দ্বিতীয় হার চট্টগ্রামের। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় জয় বরিশালের।