শিরোনাম
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়লেন লিটন কুমার দাস।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন ৪টি ক্যাচ নেয়া ছাড়াও ১টি স্টাম্পিং করেছেন।
এতে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের এবং নিজের রেকর্ড ভাঙলেন লিটন। এতদিন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৩টি ডিসমিসালের রেকর্ডের মালিক ছিলেন মুশফিক, সোহান (দু’বার) ও লিটন।
২০০৭ সালে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে মুশফিক, ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ও ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সোহান এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি করে ডিসমিসাল করেছিলেন লিটন।
আজ এককভাবে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড দখলে নিলেন লিটন।