বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২

পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ভারত

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : স্বাগতিক পাকিস্তানের মাটিতে নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে নিশ্চিত করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অর্থাৎ হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি।

বিপরীতে ভারতের মাটিতে আইসিসির কোন টুর্নামেন্টের ম্যাচও খেলবে না পাকিস্তান।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘২০২৪-২০২৭ সালের চক্রে সব আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, যা আইসিসি বোর্ড নিশ্চিত করেছে।’

তারা আরও জানায়, ‘এটি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ (পাকিস্তানের মাটিতে) থেকে প্রযোজ্য হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য নারী ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই শর্ত বহাল থাকবে।

আইসিসির এমন ঘোষণায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এক মাসব্যাপী হওয়া অচলাবস্থার অবসান হলো।

রাজনৈতিক ও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে দল পাঠাবে না বলে জানিয়েছিলো ভারত সরকার। এরপর থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা তৈরি হয়।
২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে গিয়েছিলো পাকিস্তান।