শিরোনাম
ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : টানা তিন ম্যাচ জিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা বিভাগ।
আজ লিগ পর্বের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে খুলনা ৩৪ রানে হারিয়েছে রংপুর বিভাগকে। এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে প্লে-অফে এলিমিনেটর ম্যাচ খেলবে খুলনা। সেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে চট্টগ্রাম।
খুলনার বিপক্ষে ম্যাচের আগেই প্লে-অফ নিশ্চিত করেছিলো টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রংপুর। প্রথম কোয়ালিফাইয়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুর। ৭ ম্যাচে মেট্রোর ১৪ ও রংপুরের আছে ১০ পয়েন্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ রানের সূচনার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে বড় জুটি পায় খুলনা। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ও মোহাম্মদ মিথুন ৬৮ রানের জুটি গড়েন। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৬৬ রানে আউট হন হাকিম।
তৃতীয় উইকেটে ৯০ রানের জুটিতে খুলনার বড় সংগ্রহের পথ তৈরি করেন মিথুন ও ইমরুল কায়েস। শেষ ওভারে আউট হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন মিথুন। তার ৪৯ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা ছিলো। ৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন ইমরুল। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় খুলনা।
জবাবে খুলনার দুই স্পিনার শেখ পারভেজ জীবন ও টিপু সুলতানের ঘূর্ণিও সামনে বড় ইনিংস খেলতে পারেনি রংপুরের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে ম্যাচ হারে রংপুর।
ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দলের হারের ব্যবধান কমিয়েছেন অধিনায়ক আকবর আলি। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে ৫২ রান করেন আকবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আব্দুল্লাহ আল মামুন।
খুলনার জীবন ও সুলতান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিথুন।