শিরোনাম
ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল। তৃতীয় ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে মরিয়া পাকিস্তান। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় দক্ষিণ আফ্রিকা। আগামীকাল জোহানেসবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
২-০ ব্যবধানে সিরিজটি হারের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরু করে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের তকমা নিয়ে ওয়ানডে সিরিজে খেলতে নেমে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে মোহাম্মদ রিজওয়ানের দল।
পার্লে প্রথম ম্যাচ ৩ উইকেটে এবং কেপ টাউনে দ্বিতীয় ম্যাচে ৮১ রানে জিতে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। এই নিয়ে ওয়ানডেতে গত এপ্রিল থেকে টানা পাঁচটি দ্বিপাক্ষীক সিরিজ জিতলো পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার আগে নিউজিল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে হারিয়েছিলো পাকিস্তান। এরমধ্যে আফগানিস্তানকেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো রিজওয়ান-বাবররা। এবার দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের সুবর্ন সুযোগ পাকিস্তানের সামনে।
ওয়ানডে ইতিহাসে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে চায় না পাকিস্তান। দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘এ বছর ওয়ানডে ফরম্যাটে আমরা দারুণ ছন্দে আছি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম দুই ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করেছি। জয়ের ধারা অব্যাহত রেখে এবার দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে চাই।’
হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি।
ব্যাটিং খারাপ হয়েছে। দুই বা তিনজন ব্যাটারকে বড় ইনিংস খেলতে হবে, তাহলেই জয়ের ভালো সুযোগ থাকবে। আশা করি শেষ ম্যাচে ব্যাটাররা-বোলাররা একত্রে জ্বলে উঠবে।’
হাঁটুর ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার ওটনিল বার্টম্যান। তার জায়গায় শেষ ওয়ানডেতে দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার কর্বিন বশ। সদ্য দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে তাকে।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৮৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের। ৫২ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩২ ম্যাচে জয় আছে পাকিস্তানের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।