বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:১৫

বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনালে বিজিবি ও বাংলাদেশ আনসার

ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও ভিডিপি।

আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩৩-১৫ গোলে জাতীয় জুনিয়র হ্যান্ডবল দলকে পরাজিত করে। প্রথমার্ধে আনসার ১৮-৮ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয় সেমিফাইনাল বিজিবি ৩৩-১৮ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-৮ গোলে এগিয়ে ছিল। 

এদিকে নারী বিভাগের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল হিসেবে আনসার ও পুলিশ ফাইনালের টিকেট পেয়েছে।

আগামীকাল সকাল ৯টায় নারী ও ১০.৩০ মিনিটে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

আজ অনুষ্ঠিত ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-৬ গোলে টীম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্থে ২০-৩ গোলে এগিয়ে ছিল। অন্যান্য ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৬-২৭ গোলে জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলকে,    জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল ২৫-২৩ গোলে টীম হ্যান্ডবল ঢাকাকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩০-২০ গোলে জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলকে পরাজিত করে। 

নারী বিভাগে বাংলাদেশ আনসার ২৯-১১ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকাকে, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৪-১৫ গোলে ভিএএস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।