বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:২৫

অভিষিক্ত বুশের রেকর্ডের দিন ৩০১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা 

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৪ (বাসস) : অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৮১ রান রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বুশ। 

প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক টেস্টে বল হাতে ৬৩ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করলেন বুশ।  

সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২১১ রানের জবাবে আজ দ্বিতীয় দিন ৩০১ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ইনিংস থেকে ৯০ রানের লিড পায় প্রোটিয়ারা। 

প্রথম দিন পাকিস্তান ইনিংস শেষে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮২ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন আইডেন মার্করাম ও বুশের  হাফ-সেঞ্চুরিতে ৩০১ রান পর্যন্ত যেতে পারে প্রোটিয়ারা। 

তবে দক্ষিণ আফ্রিকার ৩শ রান পাবার পেছনে বেশি কৃতিত্ব দিতে হবে বুশকেই। দলীয় ২১৩ রানে অষ্টম ব্যাটার হিসেবে মার্করাম আউটের পর শেষ দুই ব্যাটার কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসনকে নিয়ে ৮৮ রান যোগ করেছেন বুশ।

নবম উইকেটে রাবাদার সাথে ৪২ বলে ৪১ ও শেষ উইকেটে প্যাটারসনকে নিয়ে ৬৫ বলে ৪৭ রান যোগ করেন বুশ। জুটিতে রাবাদা ১৩ ও প্যাটারসন ১২ রান করেন। 
সতীর্থরা ফিরলেও ৯৩ বল খেলে ১৫ বাউন্ডারিতে ৮১ রানে অপরাজিত থাকেন বুশ।  

এই ইনিংসে পাকিস্তানের হয়ে বোলিংয়ে খুররাম শাহজাদ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন।