জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলা পর্যায়ে জাহানারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:০৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জেলা পর্যায়ে জাহানারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন -ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১১ মার্চ ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। 

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জিতে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে। 

জাহানারা উচ্চ বিদ্যালয়ের রোমেল ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়।

ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ।  

ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও  জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো: নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০