জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলা পর্যায়ে জাহানারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:০৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জেলা পর্যায়ে জাহানারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন -ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১১ মার্চ ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। 

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জিতে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে। 

জাহানারা উচ্চ বিদ্যালয়ের রোমেল ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়।

ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ।  

ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও  জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো: নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০