লিভারপুলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পিএসজি, লেভারকুসেনকে বিধ্বস্ত করেছে বায়ার্ন

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:৩৯ আপডেট: : ১২ মার্চ ২০২৫, ১৫:৪৫


ঢাকা, ১২ মার্চ ২০২৫ (বাসস) : লিভারপুলকে পেনাল্টিতে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।

শেষ ষোলর দ্বিতীয় লেগে ১-০ গোলে জয়ী হয় পিএসজি। কিন্তু প্রথম লেগে লিভারপুল একই ব্যবধানে জয়ী হওয়ায় কোয়ার্টার ফাইনালের টিকেটের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়।

দিনের আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকেট পেয়েছে বায়ার্ন মিউনিখ।

লামিন ইয়ামাল ও রাফিনহার গোলে বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছে বার্সেলোনা। ফেইনুর্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ আটে উঠেছে ইন্টার মিলান।

এ্যানফিল্ডে ওসমানে ডেম্বেলের ১২ মিনিটের একমাত্র গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। এর ফলে গত সপ্তাহে লিভারপুলের কাছে হারের প্রতিশোধও নেয় প্যারিসের জায়ান্টরা। ম্যাচে আর কোন গোল না হওয়ায় ফলাফল নিষ্পত্তি জন্য অতিরিক্ত সময় ও পেনাল্টির প্রয়োজন হয়।

ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার দুর্দান্ত দুই সেভে ফরাসি চ্যাম্পিয়নদের শেষ আট নিশ্চিত হয়। ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট রুখে দিয়ে ডোনারুমা দলের জয়ে ভূমিকা রাখেন। বিপরীতে পিএসজির খেলোয়াড়রা সবকটি শটেই সফল ছিলেন।

পিএসজি অধিনায়ক মারকুইনহোস ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে বলেছেন, ‘এটা সত্যিই দুর্দান্ত একটি পারফরমেন্স ছিল। দুই লেগ মিলিয়ে আমাদের এগিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল।’

গত সপ্তাহের ঘরের মাঠে পিএসজি যেভাবে শুরুতে দাপট দেখিয়েছে কালও এ্যানফিল্ডে লিভারপুল সেভাবেই শুরু করেছিল। ১২ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ডেম্বেলের গোলে পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে লিভারপুলের বদলী খেলোয়াড় জারেল কুয়ানাশের শট পোস্টে না লাগলে তখনই হয়তো সমতা ফিরতে পারতো।

লিভারপুলের আধিপত্য ও চাপ সত্তেও শেষ পর্যন্ত পিএসজি তাদের লক্ষ্যে অবিচল ছিল।

দিনের আরেক ম্যাচে জার্মান প্রতিপক্ষ লেভারকুসেনকে পরাজিত করতে বায়ার্নের হ্যারি কেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বে এরেনাতে ইংলিশ অধিনায়ক নিজে এক গোল করেছেন ও সতীর্থ আলফোনসো ডেভিসকে দিয়ে এক গোল করিয়েছেন। এর আগে মিউনিখে প্রথম লেগে স্বাগতিক বায়ার্ন ৩-০ গোলে জয়ী হয়েছিল।

কেন বলেছেন, ‘ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকে আমরা নিজেদের প্রমান করা শুরু করি। লিড ধরে রেখে যতটা সম্ভব আধিপত্য বিস্তার করে খেলতে থাকি। দ্বিতীয়ার্ধে আমরা সবকিছুর জন্য প্রস্তুত ছিলাম।’

প্রথমার্ধ যেহেতু গোলশুন্য ভাবে শেষ হয়েছিল সে কারনেই বায়ার চাচ্ছিল চাপ সৃষ্টি করতে। কিন্তু ৫২ মিনিটে জসুয়া কিমিচের লফটেড ক্রস থেকে কেন গোল করলে লেভারকুসেনের সব আশা শেষ হয়ো যায়।

ম্যাচ শেষের ১৯ মিনিট আগে কেনের এ্যাসিস্টে ডেভিসের গোলে বায়ার্নের বড় জয় নিশ্চিত হয়।

রাফিনহার জোড়া গোলের মাঝে ইয়ামালের বিস্ময়কর গোলে ঘরের মাঠে বার্সেলোনার বড় জয় নিশ্চিত হয়। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে গেলে কাতালান জায়ান্টরা।

হান্সি ফ্লিকেরদল ২০১৫ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার খোঁজে রয়েছে।

সান সিরোতে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে। মার্কোস কুরাম ও হাকান কালহানগ্লুর গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০