নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন ক্লাবের খোঁজে পগবা

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:৪১
পল পগবা - ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ মার্চ ২০২৫ (বাসস) : ডোপিংয়ের কারনে ১৮ মাসের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা কাটিয়ে তারকা ফুটবলার পল পগবা এখন নতুন ক্লাবে যোগদানের অপেক্ষায় রয়েছেন। মৌসুমের শেষ পর্যন্ত অন্তত যেকোন একটি ক্লাপে আপাতত তিনি চুক্তিভূক্ত হতে চাচ্ছেন বলে ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। 

যদিও ফরাসি এই তারকার সামনে ক্লাব বাছাইয়ের তালিকাটা খুবই স্বল্প। ইউরোপীয়ান লিগগুলোর ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ায় এই সময়ের মধ্যে পগবার সামনে শুধুমাত্র মেজর লিগ সকারে নাম লেখানোর সুযোগ রয়েছে। এমএলএস’র ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে ২৩ এপ্রিল। এছাড়া জাপানের জে ওয়ান লিগের ট্রান্সফার শেষ হচ্ছে ২৬ মার্চ। 

সূত্রটি জানিয়েছে পগবার ইচ্ছা ইউরোপের যেকোন একটি শীর্ষ লিগে ফিরে আসা। ইতোমধ্যে অবশ্য তিনি ফুটবলে ফেরার লক্ষ্যে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যামের সাথে কথা বলেছেন। 

এদিকে সাম্প্রতীক সময়ে ইতোমধ্যেই বেশ কিছু ক্লাবের পক্ষ থেকে পগবার ব্যপারে আগ্রহ দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে লিগ ওয়ানের ক্লাব মার্সেই, সিরি-এ ক্লাব ফিওরেন্টিনা ও লা লিগার বেশ কিছু ক্লাব। তবে পগবা সৌদি পেশাদার লিগ ও ব্রাজিলিয়ান সিরি-এ লিগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স দলে খেলার জন্য মুখিয়ে আছেন পগবা। এর মধ্যেই ইউরোপীয়ান কোন ক্লাবে তিনি চুক্তিভূক্ত হবার ব্যপারে আশাবাদী।

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার ডোপ টেস্টে ধরা পড়ে প্রাথমিক ভাবে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আপিলের ভিত্তিতে সর্বোচ্চ ক্রীড়া আদালত নিষেধাজ্ঞা কমিয়ে আঠারো মাসে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার পগবার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। 

২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা এখন অনুশীলনে যোগ দিয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে জুভেন্টাসের হয়ে ২৯ মিনিট মাঠে ছিলেন পগবা। নিষেধাজ্ঞা শুরু হবার আগে এটাই তার শেষ ম্যাচ। তিন বছর আগে ২০২২ সালের মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ ৯০ মিনিটের পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছিলেন।

নিষেধাজ্ঞার সময় পগবা ব্যক্তিগত ট্রেইনারের অধীনে অনুশীলন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০