বায়ার্নের সাথে চুক্তি বাড়াতে যাচ্ছেন কিমিচ

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:০৮

ঢাকা, ১২ মার্চ ২০২৫ (বাসস) : আগামী কয়েকদিনের মধ্যে বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মিডফিল্ডার জসুয়া কিমিচ। তার সহযোগিতায় গতকাল বায়ার লেভারকুসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেভারিয়ান্সরা। 

৩০ বছর বয়সী কিমিচের সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাবে। বায়ার্নের হয়ে এটি তার ক্যারিয়ারের ১০ম মৌসুম। 

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেছেন, ‘বল এখন কিমিচের কোর্টে’। চুক্তি বাড়ানোর বিষয়টি এখন সম্পূর্ণভাবেই তার উপর নির্ভল করছে। 

জার্মান অধিনায়ক গণমাধ্যমে বলেছেন, ‘নতুন চুক্তি বিষয়টি অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে সামনে আসবে।’ 

এর আগে ফেব্রুয়ারিতে অধিনায়ক ম্যানুয়েল নয়্যার, মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও ডিফেন্ডার আলফোনসো ডেভিস বায়ার্নের সাথে চুক্তি নবায়ন করেছেন। 

২০১৫ সালে আরবি লিপজিগ থেকে বায়ার্নে এসেছিলেন কিমিচ। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় বায়ার্নের জার্সিতে খেলেছেন ৪২৯টি ম্যাচ। আটটি বুন্দেসলিগ শিরোপা ছাড়াও ২০২০ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। 

জার্মান জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। 

বুন্দেসলিগায় এবারের মৌসুমে এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেনের থেকে আট পয়েন্ট এগিয়ে রয়েছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০