২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নাইজেরিয়া দলে ওশিমেন

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:১৪

ঢাকা, ১২ মার্চ ২০২৫ (বাসস) : রুয়ান্ডা ও জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নাইজেরিয়া দলে কোচ এরিক শেলের অধীনে ডাক পেয়েছেন ভিক্টর ওশিমেন ও আদেমোলা লুকমান। 

ইনজুরির কারনে বাছাইপর্বে নাইজেরিয়ান প্রথম চার ম্যাচে খেলতে পারেননি ওশিমেন। তিন ড্র ও এক পরাজয়ে এখনো গ্রুপ-সি’তে প্রথম জয়ের জন্য মুখিয়ে থাকা নাইজেরিয়া দলে ফিরেছেন তারকা এই স্ট্রাইকার। 

গ্রুপে তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সুপার ঈগলসরা। চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা দুই দল রুয়ান্ডা ও দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে রয়েছে নাইজেরিয়া। 

এদিকে আফ্রিকার বর্তমান বর্ষসেরা খেলোয়াড় আদেমোলাকেও দলে ডাকা হয়েছে। আটালান্টার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত ১৮ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা আদেমোলাকে সঙ্গত কারনেই দলে ডাকা হয়েছে। 

বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামী ২১ মার্চ রুয়ান্ডা সফরে যাবে নাইজেরিয়া। চারদিন পর ঘরের মাঠে তলানির দল জিম্বাবুয়েকে আতিথ্য দিবে। 

জানুয়ারিতে জাতীয় দলের নতুন কোচ হিসেবে মালির সাবেক বস শেলেকে নিয়োগি দেয় নাইজেরিয়া। গত বছর ২০২৫ আফ্রিকান নেশন্স কাপের টিকেট নিশ্চিত করেছে নাইজেরিয়া। এখন বিশ্বকাপে জায়গা করে নেবার অপেক্ষা। 

স্কোয়াড :

গোলরক্ষক : স্ট্যানলি নওয়াবালি, আমাস ওবাসোগি, কেওডে বানকোলে

ডিফেন্ডার : উইলিয়াম একং, ব্রাইট ওসায়ি-স্যামুয়েল, ব্রুনো ওনিমায়েচি, কালভিন বাসে, ওলা এইনা, ইগো ওগবু

মিডফিল্ডার : উইলফ্রিড এনডিডি, রাফায়েল ওনিডিকা, আলহাসান ইউসুফ, এ্যালেক্স ইওবি, জো আরিবো, পাপা ড্যানিয়েল মুস্তফা

ফরোয়ার্ড : স্যামুয়েল চুকুয়েজে, ভিক্টর ওশিমেন, আদেমোলা লুকমান, ভিক্টর বোনিফেস, মোসেস সিমন, সাদিক উমর, ন্যাথান টেলা, টোলু আরোকোদারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০