ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
লিগে চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪ ম্যাচে ৬ করে পয়েন্ট আছে লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। টেবিলের শীর্ষ পাঁচ দলের মধ্যে আছে তারা।
সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের রান ১শ হবার আগেই ৬ উইকেট হারিয়ে বসে শাইনপুকুর। এসময় দলের হয়ে অনিক সরকার সেতু ২৯ ও অধিনায়ক রায়ান রহমান ২৬ রান করে করেন।
আট নম্বরে নেমে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জুবায়ের হোসেন। তার সর্বোচ্চ রানের ইনিংসের উপর ভর করে ৪৫.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৬১ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। স্পিনার শামিম মিয়া ও পেসার তোফায়েল আহমেদ ৩টি করে উইকেট নেন।
জবাবে দলকে ঝড়ো শুরু এনে দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার সাদিকুর রহমান ও অধিনায়ক এনামুল হক। ৫৪ বলে ৯২ রানের সূচনা করেন তারা।
হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন সাদিকুর ও এনামুল। ৮টি চার ও ১টি ছক্কায় সাদিকুর ৩০ বলে ৫০ এবং ৮টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৫২ রান করেন এনামুল।
১০২ রানের মধ্যে দুই ওপেনার থামার পর তৃতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৯৩ বল বাকী থাকতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয় নিশ্চিত করেন সালমান হোসেন ইমন ও শামসুর রহমান। ইমন ২৩ ও শামসুর ৩৩ রানে অপরাজিত ছিলেন।