মাদক সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত ম্যাকগিল

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৮:৫৪ আপডেট: : ১৩ মার্চ ২০২৫, ১৯:০৭
স্টুয়ার্ট ম্যাকগিল -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : মাদক সরবরাহের অভিযোগে আজ সিডনির একটি আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে।  

ছয় ঘন্টার বেশি সময় ধরে চলা আলোচনা শেষে একটি জুরি বাণিজ্যিকভাবে মাদক সরবরাহে অংশ নেওয়ার পরও ৫৪ বছর বয়সী এই খেলোয়াড়কে গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করেনি। 

পুলিশ জানিয়েছে, ২০২১ সালে অবসরপাপ্ত লেগ স্পিনার তার ব্যক্তিগত কোকেন ডিলরাকে একজন সহযোগীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।  

পুলিশ অভিযোগ করছে নিজেদের মধ্যে ২ লাখ ডলারের মাদক চুক্তি করেছিল তারা।

যদিও পরবর্তীতে লেনদেনের সাথে জড়িত ছিলেন না ম্যাকগিল। সিডনি জেলা আদালতের রেকর্ড অনুসারে, নিষিদ্ধ মাদক সরবরাহে অংশ নেওয়ার জন্য জুড়ি তাকে দোষী সাব্যস্ত করেছে।

মে মাসে সাজা দেওয়া হবে ম্যাকগিলকে।

১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন ম্যাকগিল। টেস্টে ২০৮ এবং ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন তিনি। 

ক্যারিয়ারে প্রতিভাবান লেগ স্পিনার তকমা পেলেও, ঐ সময় কিংবদন্তি শেন ওয়ার্নের কারণে ম্যাকগিলের ক্যারিয়ার আড়ালে পড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০