রবিউল-মার্শালের নৈপুণ্যে তৃতীয় জয় অগ্রণী ব্যাংকের

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:৫৫

ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : পেসার রবিউল হকের বোলিং এবং ব্যাটার মার্শাল আইয়ুবের দায়িত্বশীল ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় জয়ের দেখা পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 

লিগে নিজেদের চতুর্থ ম্যাচে আজ অগ্রণী ব্যাংক ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোটর্স ক্লাবকে। রবিউল ১৪ রানে ৪ উইকেট নেন। 

এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের সাথে সমানসংখ্যক ম্যাচে ৬ করে পয়েন্ট আছে লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১২ দলের প্রতিযোগিতায় অষ্টমস্থানে আছে ধানমন্ডি।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারায় ধানমন্ডি। এরমধ্যে ২ উইকেট নেন রবিউল। 

সাজঘরে ফেরা পাঁচ ব্যাটারের মধ্যে মাত্র দু’জন দুই অংকের দেখা পান। ওপেনার জাকিরুল আহমেদ ১৯ ও মিডল অর্ডার ব্যাটার সানজামুল ইসলাম ১৮ রান করেন।

ষষ্ঠ উইকেটে ৪৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন অধিনায়ক নুরুল হাসান ও মঈন খান। 
কিন্তু দলীয় ১০১ রানে নুরুলের আউটে ব্যাটিং ধসে ৩৩.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় ধানমন্ডি। নুরুল ২২ ও মঈন সর্বোচ্চ ৩৫ রান করেন। 

রবিউল ৫.৫ ওভার বল করে ১৪ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অগ্রণী ব্যাংকও। দুই ওপেনার ইমরানুজ্জামান ১১ ও সাদমান ইসলাম ১৮ রানে এবং অধিনায়ক ইমরুল কায়েস গোল্ডেন ডাক ও অমিত হাসান ২ রানে ফিরেন। 

ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটিতে অগ্রণী ব্যাংককে জয়ের পথে নিয়ে আসেন মার্শাল ও তাইবুর রহমান। ২২ রানে তাইবুর ফিরলে, শুভাগত হোমকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন মার্শাল। ৬টি চার ও ১টি ছক্কায় ৯২ বলে অপরাজিত ৫১ রান করেন মার্শাল। 

স্পিনার হাসান মুরাদ ২টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০