ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বাসস) : বায়ার্ন মিউনিখের সাথে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন জসুয়া কিমিচ। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি মৌসুমের পরেই কিমিচের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত বায়ার্নের।
জার্মান জাতীয় দলের এই খেলোয়াড় জানিয়েছেন নিজের লক্ষ্য অর্জনের সেরা পরিবেশ এই ক্লাবে আছে বলেই তিনি বায়ার্নের সাথে চুক্তি বৃদ্ধি করেছেন, ‘এখানকার সতীর্থরাও চমৎকার। কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের যে পরিবেশ তাতে আমি সর্বোচ্চ সুবিধা ভোগ করছি। এখানে আমি বাড়ির অনুভূতি পাই। এখনো এখানকার সাথে আমার সম্পর্ক শেষ হয়নি।’
এর আগে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে বায়ার্নের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবার পর কিমিচ গণমাধ্যমে বলেছিলেন এই ক্লাবে তিনি আরো কিছুদিন থাকতে চান।
আগের মৌসুমে অবশ্য কিমিচের বায়ার্ন ছাড়ার গুঞ্জন ছিল। কিন্তু ভিনসেন্ট কোম্পানীর অধীনে মধ্যমাঠে কিমিচ নিজেকে নতুনভাবে প্রমান করেন। ফেব্রুয়ারিতে সামান্য ইনজুরিতে পড়ার আগে বুন্দেসলিগায় প্রতিটি মিনিট তিনি মাঠে ছিলেন।
এই মুহূর্তে তিনি জার্মান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বায়ার্নের বর্তমান অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের যোগ উত্তরসূরী হিসেবে কিমিচকে বিবেচনা করা হচ্ছে।
কিছুদিন আগে বায়ার্নের সাথে চুক্তি বৃদ্ধি করেছেন নয়্যার, জামাল মুসিয়ালা ও আলফোনসো ডেভিস।
আরবি লিপজিগে দুই বছর কাটানোর পর ২০১৫ সালে স্টুটগার্ট থেকে বায়ার্নে যোগ দেন কিমিচ। এ পর্যন্ত বায়ার্নের হয়ে ৪২৯টি ম্যাচ খেলে ৪৩ গোল ও ১১৫টি এ্যাসিস্ট করেছেন।
বায়ার্নের জার্সিতে আটটি বুন্দেসলিগা ছাড়াও ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।
জার্মান জাতীয় দলের হয়ে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কিমিচ।