তিন ম্যাচ পর ফিরেই গোল পেলেন মেসি, শেষ আটে মায়ামি

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:৫৬
তিন ম্যাচ পর ফিরেই গোল ইন্টার মায়ামির লিওনেল মেসির, শেষ আটে মায়ামি -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : তিন ম্যাচ পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন তারকা ফুটবলার ইন্টার মায়ামির লিওনেল মেসি।

আজ জ্যামাইকার কিংস্টনের ইন্ডিপেন্ডেন্টস পার্ক জাতীয় স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মায়ামি ২-০ গোলে হারিয়েছে কাভালিয়ার এফসিকে।

প্রথম লেগে মেসিকে ছাড়াই ২-০ গোলে জিতেছিল মায়ামি। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স কাপের শেষ আট নিশ্চিত করেছে মেসির মায়ামি।

প্রথমবারের মতো মেসি জ্যামাইকায় খেলতে যাওয়ায় এ ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। তাই বাধ্য হয়ে কাভালিয়ারের ৩ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ থকে ম্যাচটি সরিয়ে ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ৩৫ হাজার।

ইনজুরি কারণে টানা তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন মেসি। গত ম্যাচে শার্লটের বিপক্ষে বেঞ্চে দেখা গেলেও মাঠে নামা হয়নি তার।

কাভালিয়ারের বিপক্ষে প্রথমার্ধে একাদশে না থাকলেও বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এসময় ১-০ গোলে এগিয়ে মায়ামি। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।

এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো মোরালেসের পাস থেকে বক্সের ভেতর থেকে পায়ের টোকায় গোল করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করে মায়ামি।

ম্যাচ শেষে মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, ‘তিন-চার ম্যাচ খেলেনি মেসি। অবশ্যই আমরা তাকে খেলাতে চাচ্ছিলাম। আমার মনে হয় যা হয়েছে, ভালোই হয়েছে। সে মাঠে ভাল বোধ করেছে। গোল করেছে। জ্যামাইকার মানুষ তাকে দেখতে পেয়েছে। সবার জন্যই দারুণ একটি রাত কাটল।’

শেষ আটে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে খেলবে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০