ইউরোপা লিগ: ফার্নান্দেসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৭:০৭
ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ইউরোপা ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেষ্টার ইউনাইটেড : ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ইউরোপা ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে  ম্যানচেষ্টার ইউনাইটেড।

গতরাতে ম্যান ইউ ৪-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। প্রথম লেগ দুই দলের ম্যাচটি  ১-১ গোলে ড্র হয়েছিল। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে ম্যান ইউ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের দশম মিনিটেই গোল হজম করে ম্যানচেষ্টার ইউনাইটেড। ডিফেন্ডার ম্যাথেয়াস ডি লিট রিয়াল সোসিয়েদাদের মিখেল ওইয়ারজাবালকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিকেল ওইয়ারজাবাল।

১৬ মিনিটে ম্যান ইউকে ম্যাচে ফেরান ফার্নান্দেস। নিজেদের বক্সের ভেতর ম্যান ইউর রাসমাস হোলান্ডকে ফাউল করেন সোসিয়েদাদের ইগর সুবেলদিয়া। এতে পাওয়া  পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দেস।

ম্যাচের প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হবার পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে ফার্নান্দেস  আবারও গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ।

৬৩ মিনিটে জন আরামবুরু লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল সোসিয়েদাদ।

৮৭ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফার্নান্দেস। এরপর ইনজুরি সময়ের প্রথম মিনিটে সোসিয়েদাদের জালে দিয়েগো ডালট শেষবারের বল পাঠালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।

আগামী ১১ এপ্রিল ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথমে লেগে ফরাসি ক্লাব লিঁওর মুখোমুখি হবে ম্যান ইউ।

ম্যানচেষ্টার ইউনাইটেডের মত কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।  শেষ ষোলোর প্রথম লেগ ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে টটেনহ্যাম ৩-১ গোলে জয় পেয়েছে।  দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে হটস্পার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০