থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২১:১৮
আগামী ১০ এপ্রিল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল -ছবি; সংগৃহীত

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : আগামী ১০ এপ্রিল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল।

আগের দিন, ৯ এপ্রিল থেকে ছয় দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব।

নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। 

এছাড়া র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে।

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের  তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

রাউন্ড রবিন লিগের সেরা দু’দল নারী বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।

গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় নারী চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ হারায় বাংলাদেশ।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। দশ দলের নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ের মধ্যে থাকায় ইতোমধ্যে বিশ্বকাপে  সরাসরি খেলার টিকিট পেয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০