থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২১:১৮
আগামী ১০ এপ্রিল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল -ছবি; সংগৃহীত

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : আগামী ১০ এপ্রিল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল।

আগের দিন, ৯ এপ্রিল থেকে ছয় দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব।

নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। 

এছাড়া র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে।

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের  তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

রাউন্ড রবিন লিগের সেরা দু’দল নারী বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।

গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় নারী চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ হারায় বাংলাদেশ।

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। দশ দলের নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ের মধ্যে থাকায় ইতোমধ্যে বিশ্বকাপে  সরাসরি খেলার টিকিট পেয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০