দিল্লির অধিনায়ক প্যাটেল

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২১:২৪

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন ভারতের স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। গত নিলামে ঋসভ পান্তকে ছেড়ে দেওয়ায় দিল্লির ১৪তম অধিনায়ক হলেন প্যাটেল।

অভিজ্ঞ লোকেশ রাহুল ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস মত ক্রিকেটাররা দলে থাকার পরও প্যাটেলকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

গত দুই মৌসুমে দিল্লির সহ-অধিনায়ক ছিলেন প্যাটেল। তবে গেল বছর দিল্লির অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। মন্থর ওভার রেটের কারণে সে সময় নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নেতৃত্ব দেন প্যাটেল।

গেল কয়েক বছর ধরে আইপিএল ও জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্স করছেন প্যাটেল। ২০১৪ সালে ভারতের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন এই বাঁ-হাতি।

অধিনায়কত্ব  পেয়ে উচ্ছ্বসিত প্যাটেল ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আমার ওপর ভরসা রাখার জন্য দিল্লির কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার পথচলায় ক্রিকেটার ও মানুষ হিসেবে সমৃদ্ধ হয়েছি। নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে আমি প্রস্তুত।’

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। ২৪ মার্চ বিশাখাপত্নমে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০