দিল্লির অধিনায়ক প্যাটেল

বাসস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২১:২৪

ঢাকা, ১৪ মার্চ ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন ভারতের স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। গত নিলামে ঋসভ পান্তকে ছেড়ে দেওয়ায় দিল্লির ১৪তম অধিনায়ক হলেন প্যাটেল।

অভিজ্ঞ লোকেশ রাহুল ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস মত ক্রিকেটাররা দলে থাকার পরও প্যাটেলকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

গত দুই মৌসুমে দিল্লির সহ-অধিনায়ক ছিলেন প্যাটেল। তবে গেল বছর দিল্লির অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। মন্থর ওভার রেটের কারণে সে সময় নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নেতৃত্ব দেন প্যাটেল।

গেল কয়েক বছর ধরে আইপিএল ও জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্স করছেন প্যাটেল। ২০১৪ সালে ভারতের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন এই বাঁ-হাতি।

অধিনায়কত্ব  পেয়ে উচ্ছ্বসিত প্যাটেল ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আমার ওপর ভরসা রাখার জন্য দিল্লির কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার পথচলায় ক্রিকেটার ও মানুষ হিসেবে সমৃদ্ধ হয়েছি। নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে আমি প্রস্তুত।’

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। ২৪ মার্চ বিশাখাপত্নমে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০