স্টোকসকে ওয়ানডে অধিনায়ক হিসেবে পছন্দ না ব্রডের

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৬:৪৭
সাদা বলের ফরম্যাটে জশ বাটলারের জায়গায় বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে চান না ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : সাদা বলের ফরম্যাটে জশ বাটলারের জায়গায় বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে চান না ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।
সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় সাদা বলের ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান বাটলার। তার জায়গায় কে হবেন ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা।

২০২২ সালে পাকিস্তানকে হারিয়ে বাটলারের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড। এরপর তিন আইসিসির টুর্নামেন্টে সাফল্য পায়নি ইংলিশরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচে জয় পায় ইংল্যান্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ৩ ম্যাচ হেরে বিদায় নেয় বাটলারের দল।

নতুন অধিনায়ক হবার দৌড়ে আছেন স্টোকস, হ্যারি ব্রুক, ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোন। সম্প্রতি ইংল্যান্ড এন্ড ক্রিকেট ওয়েলস বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক রব কি জানান ওয়ানডে অধিনায়ক হিসেবে স্টোকসকে বিবেচনা না করা ‘বোকামি’ হবে। এজন্য অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে টেস্ট দলের দায়িত্বে থাকা স্টোকস।
কিন্তু স্টোকসকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে পছন্দ নয় ব্রডের।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের সাথে এক কলামে ব্রড লিখেন, ‘স্টোকসকে অধিনায়ক করলে সেটি তাড়াহুড়ো হয়ে যাবে। ইংল্যান্ড যদি স্টোকসে অধিনায়কের দায়িত্ব দেয় তাহলে আমার কিছু বলার থাকবে না।’

১২১ ওয়ানডেতে ১৭৮ উইকেট শিকার করা ব্রড আরও লিখেন, ‘টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে স্টোকস আইপিএল খেলছে না। হাঁটুর ইনজুরির কারণে সে খুব বেশি বল করে না। পঞ্চাশ ওভারের ম্যাচে ৮-১০ ওভার বল করতে হবে তাকে এবং আমার মনে হয় না সে এর জন্য প্রস্তুত আছে।’

২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরেন স্টোকস।  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা ছিলো তার। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটিও নিশ্চিত নয়।

টেস্ট ম্যাচের চেয়েও ওয়ানডে ক্রিকেট অনেক বেশি পরিশ্রমের বলে মনে করেন ব্রড। তিনি জানান, ‘আমার মনে হয়, টেস্টের চেয়ে ওয়ানডে ম্যাচ বেশি ক্লান্তিকর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০