টি-টোয়েন্টির সুপার ওভারে ‘শূন্য’ রানের বিশ্বরেকর্ড

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:০২
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভারে ‘শূন্য’ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে বাহরাইন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভারে ‘শূন্য’ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে বাহরাইন। গতকাল মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোন রান যোগ না করেই গুটিয়ে যায় বাহরাইন। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ঘটনা।

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ম্যাচ টাই করে বাহরাইন। এরপর ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট হারিয়ে কোন রান যোগ না করেই গুটিয়ে যায় বাহরাইন। দুই উইকেটই নেন অফ-স্পিনার এহসান খান। জবাবে তৃতীয় বলে ১ রান করে ম্যাচ জয় নিশ্চিত করে হংকং।

টি-টোয়েন্টির নিয়মনুযায়ী সুপার ওভারে ২ উইকেট হারলেই অলআউট হবে ব্যাটিং দল।  

এতদিন টি-টোয়েন্টির সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ১। গত বছর জানুয়ারিতে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ১ রান যোগ করেছিল আফগানরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে শূন্য রানে গুটিয়ে যাবার ঘটনা প্রথম হলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এমন অনেকবারই হয়েছে। প্রথমবার হয়েছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০