আইপিএলের শুরুতে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:১৯
আইপিএলের শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এপ্রিলের শুরুর দিকে মুম্বাই দলে যোগ দেবেন বুমরাহ। ২৩ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই। এরপর এপ্রিলের আগে দু’টি ম্যাচ খেলবে মুম্বাই। অর্থাৎ দলে যোগ দেওয়ার আগে অন্তত তিন ম্যাচ খেলতে পারবেন না বুমরাহ।

৪ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মুম্বাই। ঐ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে সব কিছুই নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের উপর। বর্তমানে বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বুমরাহ।

গত ৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকেই মাঠের বাইরে আছেন।

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকলেও, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় দল থেকে বাদ পড়েন বুমরাহ।

২০২২ সালের সেপ্টেম্বরে পিঠের ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করান বুমরাহ। এরপর ২০২৩ সালের আগস্টে মাঠে ফিরেন তিনি। ঐ অস্ত্রোপচারের পর গত জানুয়ারিতে আবারও পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ।

ভারতের হয়ে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বুমরাহ। দুই আসরেই চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ২০টি ও টি-টোয়েন্টিতে ১৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০