আইপিএলের শুরুতে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:১৯
আইপিএলের শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এপ্রিলের শুরুর দিকে মুম্বাই দলে যোগ দেবেন বুমরাহ। ২৩ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই। এরপর এপ্রিলের আগে দু’টি ম্যাচ খেলবে মুম্বাই। অর্থাৎ দলে যোগ দেওয়ার আগে অন্তত তিন ম্যাচ খেলতে পারবেন না বুমরাহ।

৪ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মুম্বাই। ঐ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে সব কিছুই নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের উপর। বর্তমানে বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বুমরাহ।

গত ৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকেই মাঠের বাইরে আছেন।

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকলেও, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় দল থেকে বাদ পড়েন বুমরাহ।

২০২২ সালের সেপ্টেম্বরে পিঠের ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করান বুমরাহ। এরপর ২০২৩ সালের আগস্টে মাঠে ফিরেন তিনি। ঐ অস্ত্রোপচারের পর গত জানুয়ারিতে আবারও পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ।

ভারতের হয়ে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বুমরাহ। দুই আসরেই চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ২০টি ও টি-টোয়েন্টিতে ১৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০