আইপিএলের শুরুতে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:১৯
আইপিএলের শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে দলে পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এপ্রিলের শুরুর দিকে মুম্বাই দলে যোগ দেবেন বুমরাহ। ২৩ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই। এরপর এপ্রিলের আগে দু’টি ম্যাচ খেলবে মুম্বাই। অর্থাৎ দলে যোগ দেওয়ার আগে অন্তত তিন ম্যাচ খেলতে পারবেন না বুমরাহ।

৪ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মুম্বাই। ঐ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে সব কিছুই নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের উপর। বর্তমানে বেঙ্গালুরুতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বুমরাহ।

গত ৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকেই মাঠের বাইরে আছেন।

সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকলেও, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় দল থেকে বাদ পড়েন বুমরাহ।

২০২২ সালের সেপ্টেম্বরে পিঠের ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করান বুমরাহ। এরপর ২০২৩ সালের আগস্টে মাঠে ফিরেন তিনি। ঐ অস্ত্রোপচারের পর গত জানুয়ারিতে আবারও পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ।

ভারতের হয়ে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বুমরাহ। দুই আসরেই চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ২০টি ও টি-টোয়েন্টিতে ১৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০