মোমিনুল-মিথুনের ব্যাটিংয়ে টানা চতুর্থ জয় আবাহনীর

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৮:০১

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : মোমিনুল হক ও মোহাম্মদ মিথুনের ব্যাটিং নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। 

লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ আবাহনী ৮০ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯২ রানে আউট হন মোমিনুল। ৭১ রান করেন মিথুন। 

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারায় আবাহনী। জিশান আলম ২৭, পারভেজ হোসেন ইমন ৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রানে আউট হন। 

এরপর চতুর্থ উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন মিথুন ও মোমিনুল। দলীয় ১৯৬ রানে মোমিনুলের বিদায়ে আবাহনীর চতুর্থ উইকেটের পতন হয়। ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৪ বলে ৯২ রান করে ব্রাদার্সের স্পিনার আইচ মোল্লার বলে আউট হন মোমিনুল।

হাফ-সেঞ্চুরির ইনিংস বড় করার চেষ্টা করে ৭১ রানে থামেন মিথুন। স্পিনার অলক কাপালির শিকার হবার আগে ৮৬ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। 

মোমিনুল ও মিথুনের বিদায়ের পর আবাহনীকে বড় সংগ্রহ এনে দেন লোয়ার অর্ডার ব্যাটাররা। মোসাদ্দেক হোসেনের ২৩, মাহফুজুর রাব্বির অপরাজিত ২৮ ও রাকিবুল হাসানের ২২ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১০ রান করে আবাহনী। র আল আমিন হোসেন ২টি উইকেট নেন। 

৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ২ উইকেট পতনের পর মিজানুর রহমান ও মোল্লার দৃঢ়তায় লড়াইয়ে ফিরে ব্রাদার্স। কিন্তু ১৮ রানের ব্যবধানে তাদের বিদায়ে আবারও চাপে পড়ে ব্রাদার্স। মিজানুর ৪৫ ও মোল্লা ১৬ রান করেন। 

এরপর পঞ্চম উইকেটে কাপালির সাথে ৬৫ ও ষষ্ঠ উইকেটে জাহিদুজ্জামানকে নিয়ে ৫০ রানের জুটির গড়েও ব্রাদার্সের হার এড়াতে পারেননি অধিনায়ক মাইশুকুর রহমান। কাপালি ৩৩ ও জাহিদুজ্জামান ১৩ রান করেন। 

৪৯তম ওভারের প্রথম বলে আউট হবার আগে ৭৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৮৪ রান করেন মাইশুকুর। ৫০ ওভারে ৭ উইকেটে ২৩০ রান করে হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। 

মোসাদ্দেক এবং মেহেরব ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মোমিনুল। 

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সমানসংখ্যক ম্যাচে চতুর্থ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে ব্রাদার্স।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০