নেশন্স লিগে ইতালি দলে দুই নতুন মুখ

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৮:০৪ আপডেট: : ১৫ মার্চ ২০২৫, ১৮:৪৩

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : জার্মানীর বিপক্ষে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে কোচ লুসিয়ানো স্পালেত্তি ইতালি দলে দুই নতুন খেলোয়াড়কে অন্তর্ভূক্ত করেছেন।

গত মৌসুমে ইউরোপা লিগ জয়ী অন্যতম তারকা আটালান্টার ডিফেন্ডার মাত্তেও রুগেরি ও তোরিনোর তরুন সিজার কাসাডেইকে আগামী সপ্তাহের দুটি ম্যাচের জন্য ২৫ জনের দলে ডাকা হয়েছে। 

গত মাসে চেলসি থেকে ইতালিয়ান লিগে ফিরেছেন কাসাডেই। তার সাথে এবারের দলে তরুন খেলোয়াড় হিসেবে আরো সুযোগ পেয়েছেন ইতালিয়ান ফুটবল আইকন পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল মালদিনি। 

আগামী বৃহস্পতিবার সান সিরোতে জার্মানীকে আতিথ্য দিবে ইতালি। ২৩ মার্চ ফিরতি লিগ খেলতে ডর্টমুন্ড সফরে যাবে। 

সমস্যায় জর্জরিত জুভেন্টাসের থেকে এবারের দলে মাত্র দুজন সুযোগ পেয়েছেন- ডিফেন্ডার ফেডেরিকো গাত্তি ও আন্দ্রে ক্যাম্বিয়াসো। এদিকে সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন এসি মিলান থেকে একজনও ডাক পাননি। 

স্কোয়াড :

গোলরক্ষক : গিয়ানলুইগি ডোনারুমা, এ্যালেক্স মেরেত, গুগলিয়েলমো ভিকারিও

ডিফেন্ডার : আলেহান্দ্রো বাস্তোনি, আলেহান্দ্রো বুনগিওরনো, রিকার্ডো কালাফিওরি, আন্দ্রে ক্যাম্বিয়াসো, পিয়েট্রো কমুজ্জো, গিওভান্নি ডি লোরেঞ্জো, ফেডেরিকো গাত্তি, মাত্তেও রুগেরি, ডেসটিনি উদোগি

মিডফিল্ডার : নিকো বারেলা, সিজার কাসাডেই, ডেভিড ফ্রাত্তেসি, স্যামুয়েল রিকি, নিকোলো রোভেলা, সান্দ্রো টোনালি

ফরোয়ার্ড : মোয়েস কিন, লোরেঞ্জো লুকা, ড্যানিয়েল মালদিনি, মাত্তেও পোলিটানো, গিওকোমো রাসপাডোরি, মাত্তেও রেটেগুই, মাত্তিয়া জাকাগনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০