ডিপিএল: জয়রথ ছুটছে মোহামেডানের

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ২০:২৫
নিজেদের পঞ্চম ম্যাচে আজ মোহামেডান ৯৪ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (বাসস) : মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। 

লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মোহামেডান ৯৪ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। প্রথম ম্যাচ হারের পর টানা চতুর্থ জয়ের স্বাদ পেল মোহামেডান। ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ। 

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ৮ করে পয়েন্ট আছে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের। মোহামেডানের চেয়ে রান রেটে এগিয়ে শীর্ষে আবাহনী ও দ্বিতীয়স্থানে রয়েছে গাজী গ্রুপ। 

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মোহামেডানের মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচ হেরে টেবিলের চতুর্থস্থানে নেমে গেল তারা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।  

মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৪৮ রানের সূচনা করে মোহামেডান। গত দুই ম্যাচে সেঞ্চুরি করা মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল এবার ৬টি চারে ২৮ রান করেন। আরেক ওপেনার রনি তালুকদার ৭টি বাউন্ডারিতে ৩৬ রানে আউট হন। 

৭৭ রানের মধ্যে মোহামেডানের দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়। অঙ্কন ৪২ রানে আউট হলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন হৃদয়। ৩টি চার ও ২টি ছক্কায় ৭৬ বলে ৬৬ রান করেন হৃদয়। 

মিডল অর্ডারে মুশফিকুর রহিম ১ ও আরিফুল ইসলাম ১৫ রানে আউট হলে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় মোহামেডানের। শেষদিকে মিরাজের ২৬ বলে ২৫ ও মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত ১৯ রানের কল্যাণে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় মোহামেডান। 

শরিফুল ইসলাম ৫৪ রানে ৪ উইকেট নেন। 

জবাবে মোহামেডানের দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিনের সাথে স্পিনার মিরাজের দারুণ বোলিংয়ে ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

সপ্তম উইকেটে জাকের আলি ও মাহেদি হাসানের ৫৮ রানের জুটিতে ১শ রান পার করে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহেদি। জাকেরের ব্যাট থেকে আসে ২৫ রান।

মিরাজ ৩৮ রানে ৪টি উইকেট নেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রাম শেষে লিগে আজই প্রথম খেলতে নেমে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন। এছাড়া সাইফুদ্দিন ১৫ রানে নেন ২ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০