৭২ ঘন্টার বিরতি না দিলে মাদ্রিদ আর খেলতে নামবে না : আনচেলত্তি

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৬:৫১
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (বাসস) : দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম না থাকলে তার দল মাঠে নামবে না বলে হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে পেনাল্টিতে পরাজিত করেছে। এরপর শনিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে পরাজিত করে। 

মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এবারই শেষ। এরপর দুই ম্যাচের মধ্যে ৭২ ঘন্টার বিরতি না দিলে আমরা ম্যাচ বয়কট করবো। আমরা সময় পরিবর্তনের জন্য দুইবার লা লিগাকে অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা কোন সাড়া দেয়নি। এটাই শেষবার।’

বুধবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল-এ্যাথলেটিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা চলে আরও ৩০ মিনিট। দুই ঘণ্টার খেলার সঙ্গে ছিল দুটি বিরতিও। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে খেলা শেষ হতে হতে মধ্যরাত।

লা লিগায় রিয়ালের পরের ম্যাচটি শুরু হয় শনিবার স্থানীয় সময় সাড়ে ছয়টায়। অর্থাৎ ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে। এমন ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ বেশি পড়ে বলে প্রচন্ড বিরক্ত রিয়াল মাদ্রিদ। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ব্যস্ত সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। যাতে এমন কিছু আবার না ঘটে।

খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম দেবার সুপারিশ করেছে ফিফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০