ডিপিএল : সোহানের সেঞ্চুরিতে জয়ের ধারায় ধানমন্ডি

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৯:৫৭
সোহান অপরাজিত ১৩২ রানের সুবাদে আজ ধানমন্ডি ৯৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক নুরুল হাসান সোহানের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। 

লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ ধানমন্ডি ৯৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। সোহান অপরাজিত ১৩২ রানে ম্যাচ সেরা হন। 

এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠল ধানমন্ডি। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে আছে শাইনপুকুর।   

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারায় ধানমন্ডি। 

পঞ্চম উইকেটে ১১৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান সোহান ও সানজামুল ইসলাম। 

সানজামুল ৪০ রানে থামলে দলকে একাই সামনের দিকে টেনেছেন সোহান। ১১৪ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ১৩১ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৩২ রানে অপরাজিত থাকেন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেরা ইনিংসের উপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে ধানমন্ডি। 

শাইনপুকুরের রায়ান রহমান ৪৫ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ধানমন্ডির কামরুল ইসলাম ও সানজামুলের দারুণ বোলিংয়ে সামনে অসহায়  শাইনপুকুর  ৪৫ দশমিক ৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় ।

শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ সর্বোচ্চ ৪২ ও মিনহাজুল আবেদিন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন। 

ধানমন্ডির সানজামুল ৪৯ রানে ৪ টি এবং কামরুল ২৩ রানে ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০