ডিপিএল: টানা দ্বিতীয় জয় গুলশানের

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২০:০৪

ঢাকা, ১৬ মার্চ ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। 

লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ গুলশান ৫৭ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল গুলশান। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে পারটেক্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক আজিজুল হাকিমের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রানের সংগ্রহ পায় গুলশান। 

ওপেনার হিসেবে নেমে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৯ বলে ৬২ রান করেন আজিজুল।

এছাড়াও ইফতিখার হোসেন ইফতি ৩২, নাইম ইসলাম ২৭ ও মেহেদি হাসান ২৩ রান করেন। পারটেক্সের তওফিক আহমেদ ৩ উইকেট নেন। 

জবাবে গুলশান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩ দশমিক ২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় পারটেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম রবি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন উইকেটরক্ষক জয়রাজ শেখ। 

গুলশানের আসাদুজ্জামান পায়েল-নিহাদুজ্জামান ও নাইম ২টি করে উইকেট নেন। 

ম্যাচ সেরা হন গুলশানের আজিজুল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০