পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় বশকে আইনি নোটিশ পিসিবির

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:১০

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশকে আইনি নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবি জানিয়েছে, পিএসএলে খেলার চুক্তির শর্ত ভঙ্গ করেছেন বশ। 

গত জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে বশকে দলে ভেড়ায় পেশাওয়ার জালমি। কিন্তু আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে খেলবেন না বশ। কারণ ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন তিনি। 

দক্ষিণ আর্ফ্রিকার লিজাড উইলিয়ামসের ইনজুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পেয়েছেন বশ। পিএসএল ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেওয়ায় বশকে আইনি নোটিশ দিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘বশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কি হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে আর কোন মন্তব্য করবে না পিসিবি।’

সব মিলিয়ে ৮৬ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন বশ। এছাড়াও ৬৬৩ রান করেছেন তিনি। দেশের হয়ে ১ টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী বশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০