ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতল টেন্ডুলকারের ভারত

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:১৪
ইন্টারন্যাশনাল মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম আসরের শিরোপা জিতল শচীন টেন্ডুলকারের ভারত -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম আসরের শিরোপা জিতল শচীন টেন্ডুলকারের ভারত। গতরাতে টুর্নামেন্টের ফাইনালে ভারত ৬ উইকেটে হারিয়েছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে।

রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ডুয়াইন স্মিথকে নিয়ে ২৩ বলে ৩৪ রানের সূচনা করেন লারা। ১টি চারে ৬ রানে আউট হন লারা। 

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন স্মিথ। ৩৫ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। 

দলীয় ৬৭ রানে স্মিথের আউটের পর ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু সংগ্রহ এনে দেন লেন্ডন সিমন্স। চার নম্বরে নেমে ৫টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৫৭ রান করেন সিমন্স। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের পেসার বিনয় কুমার ২৬ রানে ৩ উইকেট নেন।

জবাবে আম্বাতি রাইদুকে নিয়ে ৪৭ বলে ৬৭ রানের সূচনা করেন টেন্ডুলকার। ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৫ রানে আউট হন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। 

আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাইদু। দলের জয়ের পথ সহজ করে দিয়ে থামেন তিনি। ১৫তম ওভারে দলীয় ১২৭ রানে আউট হবার আগে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন রাইদু। তার ৫০ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল। 

রাইদু ফেরার পর ১৭ বল বাকী থাকতে ভারতের জয় নিশ্চিত করেন যুবরাজ সিং ও স্টুয়ার্ট বিনি। যুবরাজ ১৩ ও বিনি ১৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার অ্যাশলে নার্স ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রাইদু।

ছয় দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অংশ নিয়েছে এই টুর্নামেন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
১০