হামজাকে বরণ করে নিল হবিগঞ্জবাসী

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:৫৩
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার নিজ এলাকার কৃতি হামজা চৌধুরীকে গ্রামবাসী দিয়েছে রাজকীয় সংবর্ধনা -ছবি : বাসস

ঢাকা, ১৭ মার্চ ২০২৫ (বাসস) : লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ এলাকার কৃতি সন্তানকে গ্রামবাসী দিয়েছে রাজকীয় সংবর্ধনা।

আজ সোমবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দিয়ে ছাদখোলা মাইক্রবাসে করে নিয়ে আসা হয় পৈত্রিক নিবাস বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের পৈত্রিক বাড়িতে। সাথে ছিলেন মা, স্ত্রী ও সন্তান।

লিস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিকেল ৩.৩০ মিনিটে আসেন পৈত্রিক বাড়িতে। এরপর স্থানীয় হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

স্থানীয়রা জানান, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে এসেছেন হামজা চৌধুরী।

তার আগমন উপলক্ষে গ্রামের বাড়ি স্নানঘাট সেজেছিল বর্ণিল সাজে। পুরো গ্রাম জুড়ে চলছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ শিশু সকলেই তাকে বরন করে নিয়েছে বিভিন্ন মাধ্যমে।

তাদের দাবী এই তারকা ফুটবলার হামজা তাদের গ্রামে জন্মগ্রহন করেছেন। হামজার কারনে বিশ্বজুড়ে সবাই স্নানঘাটকে একনামে জানে এবং চিনে।

বাড়ির পাশে খালি জায়গায় ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ছোট্ট পরিসরে তিনি আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করবেন বলেও জানা গেছে।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০