
ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তার রেকর্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৫ রানে হেরেছিল পাকিস্তান।
গতরাতে লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার সালমান মির্জা ও নাসিম শাহর তোপের মুখে পড়ে ২৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিক্সকে শূন্য, টনি ডি জর্জিকে ৭ ও ম্যাথু ব্রিটস্কিকে ৫ রানে আউট করেন সালমান। কুইন্টন ডি কককে ৭ রানে থামান নাসিম।
উইকেট পতন ঠেকিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস ও ভারপ্রাপ্ত অধিনায়ক ডোনোভান ফেরেইরা। ১৭ বলে ২৬ রান করে বিচ্ছিন্ন হন তারা। দুই সেট ব্যাটার ব্রেভিস ও ফেরেইরার সাথে জিওর্জি লিন্ডেকে শিকার করে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করে দেন পেসার ফাহিম আশরাফ। ৭৩ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। ব্রেভিস সর্বোচ্চ ২৫, ফেরেইরা ১৫ ও লিন্ডে ৯ রান করেন।
লোয়ার অর্ডারে কর্বিন বশের ১১ ও ওটনিল বার্টমানের ১২ রানের সুবাদে ১৯.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ৪০ বলে ৫৪ রানের সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ২৩ বলে ২৮ রান করে সাইফ ফেরার পর ক্রিজে আসেন বাবর। ভারতের রোহিত শর্মাকে সরিয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ৯ রান দরকার ছিল বাবরের। ১১ রানের অপরাজিত ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন বাবর।
১৩০ ম্যাচে বাবরের রান এখন ৪২৩৪ এবং দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রোহিতের রান ১৫৯ ম্যাচে ৪২৩১ রান।
রেকর্ড ইনিংস গড়ার পথে সাইমের সাথে ৩৯ বলে ৫৮ রানের জুটিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৮ বলে ৭১ রান করেন সাইম। বল হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সালমান।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।