
ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে টানা সপ্তম সিরিজ জিতল আফগানিস্তান ক্রিকেট দল। গতরাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।
প্রথম ম্যাচে ৫৩ রানে জিতেছিল আফগানরা। ফলে এক ম্যাচ বাকী থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি সিরিজ খেলে সবগুলোই জিতল আফগানরা।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। আফগানিস্তান বোলারদের তোপে ১৯.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয় স্বাগতিকরা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এছাড়া টনি মুনইয়ঙ্গা ১৯ ও ব্রায়ান বেনেট ১৬ রান করেন।
জিম্বাবুয়েকে মামুলি সংগ্রহে আটকে রাখতে অবদান রাখেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া মুজিব উর রহমান ও আবদুল্লাহ আহমাদজাই ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরিতে ১২ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় আফগানিস্তান। ৭ চারে ৫১ বল খেলে অনবদ্য ৫৭ রান করেন জাদরান।
পাশাপাশি দারউইশ রাসুলির ১৭ ও আজমতুল্লাহ ওমারজাইর ১৩ বলে ২৫ রান আফগানিস্তানের জয়ে বড় ভূমিকা রাখে। ম্যাচ সেরা হন রশিদ।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান।