বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৯:৪১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২০২৭ চক্র পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

আজ এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের পর অধিনায়তের দায়িত্ব থেকে সরে দাঁড়ান শান্ত। তার জায়গায় নতুন অধিনায়ক নিয়োগের গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।

২০২৩ সালে প্রথম টেস্ট অধিনায়ক হন শান্ত। এরপর ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয়, ৯টিতে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ। 

শান্তর অধিনায়কত্বের বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। তার নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ডের মনে হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘প্রতিভাবান এবং সম্ভাবনাময় একটি দলের নেতৃত্ব দেওয়া আনন্দের এবং আমি বিশ্বাস করি আমাদের সামনে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে। এ মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০