সালমানের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৬:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : সালমান আঘার সেঞ্চুরিতে জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক পাকিস্তান। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৬ রানে হারিয়েছে শ্রীলংকাকে। সালমান অপরাজিত ১০৫ রান করেন।

রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের টপ অর্ডারের চার ব্যাটার। শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গার ডি সিলভার ঘূর্ণিতে পড়ে ৯৫ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। ফখর জামান ৩২, বাবর আজম ২৯ ও মোহাম্মদ রিজওয়ান ৫ রান করে হাসারাঙ্গার শিকার হন। সাইম আইয়ুবকে ৬ রানে বিদায় দেন পেসার আসিথা ফার্নান্দো। 

টপ অর্ডারের ব্যর্থতার পর পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়েন সালমান ও হুসেন তালাত। দলীয় ২৩৩ রানে তালাতকে ফিরিয়ে শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মহেশ থিকশানা। ৬টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে ৬২ রান করেন তালাত। 

এরপর ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রানের সংগ্রহ এনে দেন সালমান ও মোহাম্মদ নাওয়াজ। এই জুটিতেই দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির স্বাদ নিয়ে ৯টি চারে ৮৭ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন সালমান। ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে অনবদ্য ৩৬ রান করেন নাওয়াজ।

শ্রীলংকার হাসারাঙ্গা ৫৪ রানে ৩ উইকেট নেন। 

৩শ রানের টার্গেটে ৮৫ রানের সূচনা পায় শ্রীলংকা। এরপর পাকিস্তান পেসার হারিস রউফের তোপে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় লংকানরা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ ও কামিল মিশারা ৩৮ এবং কুশল মেন্ডিস রানের খাতা খোলার আগেই রউফের শিকার হন। 

৯০ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকার রানের চাকা সচল রাখেন মিডল অর্ডার ব্যাটাররা। চতুর্থ উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫৭ এবং পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগের সাথে ৩২ বলে ৩৬ রান যোগ করেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। কিন্তু এই তিন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ১৯১ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা। সামারাবিক্রমা ৩৯, আসালঙ্কা ৩২ ও লিয়ানাগে ২৮ রান করেন। 

মারমুখী হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার জয়ের আশা জাগান হাসারাঙ্গা। কিন্তু ৪৯তম ওভারে দলীয় ২৭৯ রানে নবম ব্যাটার হিসেবে হাসারাঙ্গা ফিরলে, জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি শ্রীলংকা। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করে লংকানরা। ৭ চারে ৫২ বলে ৫৯ রান করেন হাসারাঙ্গা। পাকিস্তানের রউফ ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন সালমান। 

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য: ড. সালেহউদ্দিন
চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল : ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে
সাইবার হুমকি মোকাবিলায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
দিনাজপুরে ইজিবাইক নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 
জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লিড নিল বাংলাদেশ
ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ
চুয়াডাঙ্গা পৌরসভায় সড়ক উন্নয়ন কাজ শুরু
বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
১০