
ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে পুরুষ ও নারী বিভাগে অক্টোবরের সেরা হয়েছেন দুই দক্ষিণ আফ্রিকান সেনুরান মুথুসামি ও লরা উলভার্ট।
আজ এক বিবৃতিতে গেল মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পুরুষ বিভাগে সেরা হবার দৌড়ে পাকিস্তানের নোমান আলি ও আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলেন মুুথুসামি।
গেল মাসে দুই টেস্ট খেলেছেন মুথুসামি। পাকিস্তান সফরে ঐ দুই টেস্টের প্রথম ম্যাচে ১১ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ৩১ বছর বয়সী এই স্পিনার।
প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করলেও দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখাই পাননি মুথুসামি। তারপরও দুই টেস্টে ১০৬ রানে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হন এই স্পিনার।
নারী ক্রিকেটে ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারকে টপকে সেরা হন উলভার্ট।
গেল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৪৭০ রান করেন উলভার্ট। বিশ্বকাপ শেষে সর্বোচ্চ ৫৭১ রানের মালিকও হন তিনি। বিশ্বকাপ চলাকালীন আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেন উলভার্ট।