
নীলফামারী, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : নীলফামারী জেলার ডোমার উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:ইউনিয়ন এই টুর্নামেন্ট শুরু হয়।
উপজেলা বিএনপির আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: রিয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি মো: আনিসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো: মোজ্জাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।
প্রধান অতিথি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলের খেলাধুলার মান্নোনয়নে ভুমিকা রাখবে।’
উদ্বোধনী খেলায় ডোমার পৌরসভা ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল অংশ নেয়। টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা ফুটবল দল অংশ নিচ্ছে।