
ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : লামিন ইয়ামালের ফিটনেস ইস্যুতে বার্সেলোনার সাথে যোগাযোগের অভাব ছিল বলে সমালোচনা করেছেন স্পেন জাতীয় দলের কোচ লুইস ডি লা ফুয়েন্তে। একইসাথে তিনি আরো বলেছেন জাতীয় দলকে বিষয়টি আগেই অবহিত করা উচিত ছিল। ইনজুরির কারনে ইয়ামাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ না খেলেই সোমবার ক্যাম্প ত্যাগ করেছেন।
জর্জিয়া ও তুরষ্কের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে স্প্যানিশ স্কোয়াডে ইয়ামালকে অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু স্প্যানিশ ফুটবর ফেডারেশন থেকে ইয়ামালের ইনজুরির সর্বশেষ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে তরুণ এই উইঙ্গারের অন্তত ৭ থেকে ১০ দিন সময় লাগবে।
গত সপ্তাহে বার্সেলোনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ব্যালন ডি’অর রানার্স-আপ ইয়ামাল। এর মধ্যে এলচের বিপক্ষে ৯৯ মিনিট, ক্লাব ব্রাগের বিপক্ষে পুরো ৯০ মিনিট ও সেল্টা ভিগোর বিরুদ্ধে ৮৯ মিনিট মাঠে ছিলেন।
যদিও সাম্প্রতিক সময়ে তিনি উরুর ইনজুরি ভুগছেন।
ডি লা ফুয়েন্তে এ সম্পর্কে বলেছেন, ‘লামিন জাতীয় দলে যোগ দিয়েছিল কারন আমরা তার সমস্যা সম্পর্কে কিছুই জানিনা। ইয়ামাল নিজেও জানতো না আসলে কি হতে যাচ্ছে। সে পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে জানতো না অথবা তার পরিনতি সম্পর্কে অবগত ছিলনা। এমনকি আমরাও ঠিকমত পরিস্থিতি বুঝতে পারিনি। শেষ পর্যন্ত তাকে বাড়ি ফিরে যেতে হলো।’
এবারের মৌসুমে বেশ কয়েকবারই ইয়ামাল ফিটনেস সমস্যায় পড়েছেন। বার্সা কোচ হান্সি ফ্লিক সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে ইয়ামালের ঠিকমত যত্ন না নেবার জন্য জাতীয় দলকে অভিযুক্ত করেছিলেন। এরপরপরই অক্টোবরে স্প্যানিশ স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়। ফ্লিক বলেছেন, ‘আমাদের তার সঠিক পরিচর্যা করতে হবে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। আমাদের তার যত্ন নিতে হবে। আর এই দায়িত্ব শুধুমাত্র আমাদের না, জাতীয় দলেরও।’
যদিও ডি লা ফুয়েন্তে বিষয়টি নিয়ে বলেছেন, ‘এখানে সুসম্পর্কের বিষয়টি জরুরী। তথ্য সঠিকভাবে আদন প্রদান করতে হবে। কোন খেলোয়াড়ের চিকিৎসা সম্পর্কে আমাদের আগেই অবহিত করতে হবে, পরে না।’
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে ইউরো ২০২৪ জয়ী ও ২০২৫ উয়েফা নেশন্স লিগের ফাইনালে পৌঁছানো স্পেনের হয়ে অবদান রাখা তারকা খেলোয়াড় ইয়ামাল ডি লা ফুয়েন্তের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিনত হয়েছেন। বাছাইপর্বে তাকে না পাওয়াটা হতাশার।