আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৬:২৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৫ (বাসস) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি সবচেয়ে বড় জয় টাইগারদের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একবারের মোকাবেলায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 

নিজেদের টেস্ট ইতিহাসে ১৫৫ ম্যাচ খেলে ২৪তম জয়ের দেখা পেল বাংলাদেশ। এর মধ্যে ইনিংস ব্যবধানে চারবার জয় পেয়েছে টাইগাররা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ২১৫ রান দরকার ছিল আইরিশদের।

চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। আগেরদিন অপরাজিত থাকা এন্ডি ম্যাকব্রিন ও ম্যাথু হামফ্রিজ দলের রান ১শ পার করেন। তবে দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। হামফ্রিজকে ১৬ রানে আউট করেন তিনি।

দলীয় ১১৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলেন ম্যাকব্রিন ও এন্ডি বলবির্নি। হাফ-সেঞ্চুরি জুটি গড়ে ১১৯ বলে ৬৬ রান যোগ করেন তারা। ৫টি চারে ৩৮ রান করা বলবির্নিকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ। 

বলবির্নি ফেরার পর ক্যারিয়ারের পঞ্চম টেস্ট হাফ-সেঞ্চুরি পূর্ণ করে থামেন ম্যাকব্রিন। বাংলাদেশ পেসার নাহিদ রানার দ্বিতীয় শিকার হবার আগে ৫ চারে ৫২ রান করেন তিনি।

১৯৮ রানে অষ্টম ব্যাটার হিসেবে ম্যাকব্রিন ফেরার পর বড় হারের মুখে পড়ে আয়ারল্যান্ড। কিন্তু দলের বড় হারের ব্যবধান কমাতে নবম উইকেটে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি। ৫৬ বলে ৫৪ রানের জুটিও গড়ে ফেলেন তারা। 

দলীয় ২৫২ রানে নিলকে আউট করে জুটি ভাঙেন মুরাদ। ৭ চারে ৩৬ রান করেন নিল। ৩ বল পর ম্যাককার্থিকে শিকার করে ২৫৪ রানে আয়ারল্যান্ডের অলআউট নিশ্চিত করেন তাইজুল। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৫ রান করেন ম্যাককার্থি। 

বাংলাদেশের মুরাদ ৬০ রানে ৪টি, তাইজুল ৮৪ রানে ৩টি এবং রানা ৪০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

আগামী ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর : 

আয়ারল্যান্ড : ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রিন ৫২, স্টার্লিং ৪৩, মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)। 

বাংলাদেশ : ৫৮৭/৮ (ডিক্লেয়ার), ১৪১ ওভার (জয় ১৭১, শান্ত ১০০, হামফ্রিজ ৫/১৭০)।

ফল : বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী।

ম্যাচ সেরা : মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘রূপবান শিম’ চাষে কৃষকদের চারগুণ লাভ
শাস্তির কবলে পাকিস্তান
থাই রাজার প্রথম চীন সফরে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিলেন সি 
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন এফটিএ দ্রুত স্বাক্ষরের ওপর জোর সিইএবি’র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
নাটোর থেকে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু হচ্ছে 
পিবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার
১০