ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৫
ছবি : বাসস

‎ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু হয়েছে। 

গতকাল বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ‎পড়ালেখার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায়ও মনোযোগী হওয়া উচিত।

তিনি আরও বলেন, খেলাধুলা করলে শরীর গঠন মজবুত হয় এবং মোবাইলের প্রতি আসক্তি কমে।
‎‎
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবুল কালাম পাটোয়ারী, গিয়াস উদ্দিন হেলাল, ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজসহ অনেকেই।

মাসব্যাপী এই ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণে ফেনী জেলার ৬টি উপজেলার ৪০ জন ক্ষুদে ফুটবলার অংশ নিচ্ছে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেনী জেলা কোচ দীপক চন্দ্র নাথ, সহকারী প্রশিক্ষক হিসেবে থাকবেন নাসির উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এমবাপ্পের ৪শ’তম গোলের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ফ্রান্স
পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
খুলনার ডুমুরিয়ায় মৎস্য হাসপাতালের উদ্বোধন
বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬০
শিক্ষা ও গবেষণা বিনিময় : ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা
এই মুহূর্তে দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন : আমীর খসরু
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৭৭
দলের পারফরমেন্সে খুশি শান্ত
নওগাঁয় বিএনপি’র মতবিনিময় সভা
১০