
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে দলের বড় জয়ে সতীর্থদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। দুই ইনিংসে বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুণ্যে যথাক্রমে ২৮৬ ও ২৫৪ রানে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড।
প্রথম ইনিংসে বল হাতে মেহেদি হাসান মিরাজ ৫০ রানে ৩, অভিষিক্ত হাসান মুরাদ-তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বোলারদের মধ্যে সফল ছিলেন মুরাদ। ৬০ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি। পাশাপাশি তাইজুল ৩টি ও নাহিদ রানা ২ উইকেট নেন।
বোলারদের সাথে ব্যাটাররা নিজেদের সেরাটা উজাড় করে দেন। ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক শান্তর জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৬৮ রান তোলেন জয় ও সাদমান ইসলাম।
প্রথম ব্যাটার হিসেবে ৮০ রানে আউট হন সাদমান। তবে সেঞ্চুরি তুলে ১৭১ রানে ইনিংস খেলে ম্যাচসেরা হন জয়। চার নম্বরে নেমে ১০০ রান করেন শান্ত। এছাড়া মোমিনুল হক ৮২ ও লিটন দাস ৬০ রান করেন।
দলের বোলার ও ব্যাটারদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ দলনেতা শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ম্যাচে দলের পারফরমেন্সে আমি খুশি। বিশেষ করে ওপেনিং জুটি, অসাধারণ ছিল। আশা করি তারা পরের ম্যাচেও ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’
অভিষেক টেস্টে বল হাতে সফল স্পিনার মুরাদের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে (মুরাদ) অনেক দিন ধরে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিল। প্রথম-শ্রেণিতে অনেক ম্যাচ খেলেছে এবং দলের জন্য দুর্দান্ত করেছে। অবশেষে জাতীয় দলে সুযোগ হয়েছে এবং নিজের জাত চিনিয়েছে সে। আমি আশা করি, নিজের পারফরমেন্স ধরে রাখবে সে।’
সিলেটের উইকেট নিয়ে খুশি শান্ত। স্পিন সহায়ক উইকেটের পরিবর্তে স্পোর্টিং উইকেট চেয়েছিলেন তিনি। টাইগার দলনেতা বলেন, ‘অবশ্যই, আমরা এমন উইকেট চাই। আমরা স্পিন-বান্ধব উইকেট চাইনি। আমরা স্পোর্টিং উইকেট চেয়েছিলাম এবং আমরা পেয়েছি। তিন-চার দিন পরেও, উইকেট এখনও বেশ ভালো ছিল।’