
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকায় গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার কংগ্রেস। এতে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
বিশ্ব আরচারিতে বাংলাদেশের নেতৃত্ব অর্জনে খুশি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৪তম তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে কাজী রাজীব উদ্দীন আহমেদকে আজ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে নিজের শুভেচ্ছা বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক প্রথম বারের মতো ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাতে চাই এবং আমি বিশ্বাস করি, এর মাধ্যমে বাংলাদেশের স্পোর্টস সেক্টরের লিডারশিপ বিশ্বের স্পোর্টসকে লিড দেবে এবং বাংলাদেশের জন্য গর্ব ও সম্মান বয়ে আনবে।’