বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:৫১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : পেসার জসপ্রিত বুমরাহর বোলিং তোপে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১৫৯ রানে অলআউট হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ১২২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৩ বলে ৫৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আইডেন মার্করাম ও রায়ান রিকেলটন।

১১তম ওভারে রিকেলটনকে (২৩) বোল্ড করে ভারতকে প্রথম উইকেট উপহার দেন বুমরাহ। ১৩তম ওভারে মার্করামকেও শিকার করেন বুমরাহ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৩১ রানে বিদায় নেন মার্করাম।

বুমরাহর জোড়া আঘাতের পর উইকেট শিকারের তালিকায় নাম লেখান স্পিনার কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমাকে ৩ রানে আউট করেন কুলদীপ।

৭১ রানে ৩ উইকেট হারানোর পর ভারতের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি। চতুর্থ উইকেটে ৪৩ রান যোগ করেন তারা। ২৪ রান করা মুল্ডারকে শিকার করে জুটি ভাঙেন কুলদীপ।

মুল্ডার ফেরার কিছুক্ষণ পর জর্জিকে (২৪) বিদায় দেন বুমরাহ। এতে ১২০ রানে পঞ্চম উইকেট পতনে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

দলকে বিপদমুক্ত করতে জুটি গড়ার চেষ্টা করেন ট্রিস্টান স্টাবস ও উইকেটরক্ষক কাইল ভেরেনি। ২৬ রান যোগ করে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন তারা। ১৬ রান করা ভেরেনিকে লেগ বিফোর ফাঁদে ফেলে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ।

দলীয় ১৪৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৫৫ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় তারা। শেষ দুই ব্যাটারকে আউট করে ইনিংসে ৫ উইকেট শিকার পূর্ণ করেন বুমরাহ। ২৭ রানে ৫ উইকেট নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৬তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন বুমরাহ।

এরপর ব্যাট হাতে নেমে ওপেনার যশ্বসী জয়সওয়ালকে হারায় ভারত। ১২ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর। রাহুল ১৩ ও সুন্দর ৬ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা
১০